প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ০০:০০
ভয়েস টিভির চেয়ারম্যান মোঃ সেলিম খানকে চলচ্চিত্র পরিচালক সমিতির বিশেষ সম্মাননা
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বিশেষ সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, পরিচালক, ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ভয়েস টিভির কর্ণধার মোঃ সেলিম খান। ৩০ নভেম্বর মঙ্গলবার দুপুরে জহির রায়হান কালারল্যাব অডিটোরিয়ামে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
|আরো খবর
অনুষ্ঠানের শুরুতে মোঃ সেলিম খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিচালকবৃন্দ। অভিনন্দনপত্র পাঠ করেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সদস্য জাকির হোসেন রাজু।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, প্রযোজক পরিচালক মোহাম্মদ হোসেন, পরিচালক ছটকু আহমেদ, সাবেক সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, শাহ আলম কিরন, বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক যায়েদ খান, চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ ইকবাল, এডিটর গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, চলচ্চিত্র পরিচালক দেওয়ান নজরুলসহ আরও অনেকে।
মতলবে হাসেম খান ডাইভারসিফাইড জুট মিলের উদ্বোধন
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥ মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী সাইনবোর্ড মোড়ে হাসেম খান ডাইভারসিফাইড জুট মিলের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ১ ডিসেম্বর সকাল ১১টায় মিলের অডিটোরিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক মোঃ সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলের চেয়ারম্যান এবং নারায়ণপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বদরুজ্জামান খান লোকমান। শুভ উদ্বোধন করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াসিফ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই জুট মিল জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এই অজপাড়াগাঁয়ে এমন একটি উৎপাদনশীল শিল্প তৈরি করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। এই মিলের উন্নতি মানে মতলবের উন্নতি। তাই তিনি জুট মিলটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
জুট মিলের পরিচালক সুফি আহমেদ খানের পরিচালনায় উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান ঢালী, আওয়ামী লীগ নেতা মোঃ মোস্তফা খন্দকার, নারায়ণপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান বকাউল, মোঃ লোকমান প্রধান, ডাঃ আব্দুল মান্নান তালুকদার, সমাজসেবক মোঃ মিজানুর রহমান খান, মোঃ হারুন খান, মোঃ মাহবুব খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ সাইফুল ইসলাম।