প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ০০:০০
তাঁর প্রয়াণে জাতি একজন আলোকিত ও মহৎপ্রাণ হৃদয়ের মানুষকে হারালো
------সাহিত্য একাডেমী, চাঁদপুর
জাতীয় অধ্যাপক, বাংলা একাডেমির সভাপতি, বরেণ্য নজরুল গবেষক, চাঁদপুরের কৃতী সন্তান ড. রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাহিত্য একাডেমী, চাঁদপুরের সভাপতি ও চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এবং মহাপরিচালক কাজী শাহাদাত। এক শোকবার্তায় তাঁরা বলেন, বাংলাদেশ, বাংলা ভাষা, সাহিত্য, শিক্ষা ও গবেষণায় ড. রফিকুল ইসলাম অনবদ্য ভূমিকা রেখেছেন। তাঁর প্রয়াণে জাতি একজন আলোকিত ও মহৎপ্রাণ হৃদয়ের মানুষকে হারালো। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।