রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ০০:০০

ভালোবাসা দিয়ে মানুষের মন জয় ও জনগণের পাশে থাকতেই পাইকপাড়া উত্তর ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি

----------চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম

ভালোবাসা দিয়ে মানুষের মন জয় ও জনগণের পাশে থাকতেই পাইকপাড়া উত্তর ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি
প্রবীর চক্রবর্তী ॥

পারিবারিক ঐতিহ্য ধরে রেখে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়া দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে পাইকপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা করছেন বাংলাদেশ ছাত্রলীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। ১৯৭৫ পরবর্তী সময় থেকে শুরু করে পরবর্তী ২১ বছরের নানা বঞ্চনা ও নিপীড়ন-নির্যাতনের মধ্য দিয়েও যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালবেসে দলের জন্যে কাজ করেছেন, সাইফুল ইসলামের পিতা মোঃ খোরশেদ আলম তাদের অন্যতম ।

সাইফুল ইসলামের পরিবারের সদস্যরা পারিবারিকভাবেই আওয়ামী লীগের আদর্শ ধারণ করে চলছেন। স্কুলজীবন থেকে সাইফুল ইসলাম দলের মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করেন। ২০০৩-০৪ সালে স্কুল ছাত্রলীগে নেতৃত্ব দেন। পরে ২০০৬-০৭ কলেজে ভর্তির পর থেকে ছাত্রলীগের সকল দলীয় কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। সেই সময়ে বিএনপি তথা চারদলীয় জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন। বিএনপির সাজানো নির্বাচন বানচাল করতে ইউনিয়ন পর্যায়ে সরাসরি নেতৃত্ব দিয়েছেন।

এরপর পাইকপাড়া উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে নেতৃত্ব দেয়া শুরু করেন তিনি। পর্যায়ক্রমে ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এবং সর্বশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সাথে সাথে উপজেলা পর্যায়ে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার দ্রুত কার্যকর করার দাবি, জামাত-শিবির নিষিদ্ধ এবং হেফাজতের নৃশংসতা ও দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ, ২০১৩-২০১৪ সালের নির্বাচনের পূর্ব ও পরে বিএনপি-জামায়াতের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঘোষিত সকল কর্মসূচিতে উপস্থিত থেকে চলমান গণতন্ত্র রক্ষার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।

এছাড়া ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে ফরিদগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌর নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বিগত দিনের সকল নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করে দলীয় প্রার্থীর বিজয়ে ভূমিকা রাখেন। বিগত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেতৃত্ব দিয়ে পাইকপাড়া উত্তর ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দীর্ঘদিন পর নৌকা প্রতীকের জয় নিশ্চিত করেন।

চাঁদপুর সরকারি কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করা সাইফুল ইসলাম সামাজিক কর্মকাণ্ডেও এগিয়ে। করোনাকালে নিজের উদ্যোগে ইউনিয়নের প্রতিটি গ্রামে গরিব-অসহায়দের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ এবং মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও সাবান বিতরণ করেছেন। কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় পর্যায়ে এলাকার জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করতে সভা করেছেন। এলাকাকে মাদকমুক্ত করতে সামনে থেকে নেতৃত্ব দেয়া সাইফুল ইসলাম পাইকপাড়া হাইস্কুল জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও পাইকপাড়া শিক্ষা ও সমাজ উন্নয়ন সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাইফুল ইসলামের পিতা খোরশেদ আলম বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও ১৯৯২-২০১১ মেয়াদে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দেন। আওয়ামী লীগের দুঃসময়ে ইউনিয়ন পর্যায়ে দলকে ধরে রেখেছেন যে ক’জন ব্যক্তি, খোরশেদ আলম তাদের অন্যতম।

চেয়ারম্যান পদে নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশার কারণ জানিয়ে সাইফুল ইসলাম জানান, এক সময়ের আওয়ামী লীগের ঘাঁটি পাইকপাড়া উত্তর ইউনিয়নে ’৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের নাম মুখে নেয়াও কষ্টকর ছিলো। যদিও মহান মুক্তিযুদ্ধে পাইকপাড়া উত্তর ইউনিয়নে অবস্থিত ইউজি উচ্চ বিদ্যালয় ছিলো উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার ও ঘাঁটি। এক সময়ের আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত এই ইউনিয়নে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে ছাত্রলীগের নেতৃত্বে থাকলেও দলের সকল পর্যায়ে নেতা-কর্মীদের নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। তাই এলাকার মানুষের দাবিকে মেনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। মনোনয়ন পেলে কী করবো তা নিয়ে এখন বলতে চাচ্ছি না। সময়ই তা বলে দিবে। তবে সাধারণ মানুষের সেবা করতে চাই। যাতে মানুষ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে, তার ছোঁয়া পায়। মানুষকে শহরমুখী না করে গ্রামমুখী করতে পারলে গ্রামের ঐতিহ্য ও আধুনিকতা দুটোই অক্ষুণ্ন থাকবে। মোট কথা, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় ও জনগণের পাশে থাকতে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়