প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৩:২৩
চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা-সৌদি আরবের উদ্যোগে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ
চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা-সৌদি আরবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১১ জানুয়ারি শনিবার দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট মৎস্য বণিক সমবায় সমিতির অফিস কক্ষে ও মেঘনা নদীর পাড়ে পাঁচ শতাধিক পরিবারের মাঝে সমিতির পক্ষ থেকে এই শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শবে বরাত সরকার, চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা-সৌদি আরব শাখার সভাপতি হাবিবুর রহমান রাঢ়ী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, উপদেষ্টা নাছির বেপারী, তারেক খান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন তালুকদার, প্রবাসী মোকলেসুর রহমান বরকন্দাজ, তারেক হোসেন বিপ্লব, মৎস্য ব্যবসায়ী মোস্তফা মাল, ফারুক চোকদার প্রমুখ।
উল্লেখ্য, চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা-সৌদি আরব শাখা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। চাঁদপুরের অসহায় মানুষদের জন্যে এই সমিতির পক্ষ থেকে এর আগেও অনেক সহযোগিতা করা হয়। ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।