প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৭:১৫
কাস্তে হাতে বসে থাকা ব্যক্তিটি কে? বিজিবির পাশে দেশপ্রেমের প্রতীক
সীমান্তে নতুন চ্যালেঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দৃশ্যে দেখা যায়, একজন সাধারণ কৃষক কাস্তে হাতে বিজিবির পাশে বসে আছেন, তাঁর দৃষ্টি সীমান্তের দিকে নিবদ্ধ। তিনি যেন প্রতীক হয়ে দাঁড়িয়েছেন দেশের মাটি রক্ষার।
উত্তেজনার সূচনা: ৬ জানুয়ারি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা শুরু হয়। বিভিন্ন দফায় পতাকা বৈঠকের পরও উত্তেজনা প্রশমিত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থান নেয়।
স্থানীয় জনগণের অংশগ্রহণ: বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টায় সীমান্তে বিজিবির পাশে স্থানীয় বাসিন্দারাও যোগ দেন। এ সময় একজন কৃষক কাস্তে হাতে বিজিবির সঙ্গে অবস্থান নেন। বিএসএফের উপস্থিতি সত্ত্বেও ওই কৃষকের সাহসিকতা ও দৃঢ়তা নজর কাড়ে সবার।
পরিচয় জানা গেল: তদন্ত করে জানা যায়, ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম। পেশায় তিনি একজন কৃষক এবং সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দা। রফিকুল জানান, দেশের মাটি রক্ষা করা তাঁর নৈতিক দায়িত্ব। তিনি বলেন, "বিজিবির ভাইয়েরা যখন আমাদের মাটি রক্ষায় লড়ছে, তখন আমি কীভাবে চুপ করে থাকতে পারি? কাস্তে আমার হাতিয়ার, আমি দেশের মাটির পক্ষে দাঁড়িয়েছি।"
দেশপ্রেমের প্রতীক: রফিকুল ইসলামের এই সাহসিকতা ও দেশপ্রেম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড় তোলে। বিশিষ্টজন থেকে শুরু করে সাধারণ মানুষ তাঁর ছবি শেয়ার করে প্রশংসা করেন। উপদেষ্টা আফিস মাহমুদও এই দৃশ্য শেয়ার করে বলেন, "এমন সাহসী দেশপ্রেমিক আমাদের প্রেরণা দেয়।"
স্থানীয় প্রশাসনের প্রতিক্রিয়া: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বলেন, "রফিকুল ইসলাম দেশের প্রতি তাঁর ভালোবাসা ও সাহসিকতা দিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন। আমরা তাঁর এই অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।" বিজিবি কমান্ডারও রফিকুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এ ধরনের সমর্থন আমাদের মনোবল বাড়ায়।"
সামাজিক প্রভাব: রফিকুল ইসলামের দেশপ্রেম আজ দেশের প্রতিটি মানুষকে অনুপ্রাণিত করছে। তাঁর কাস্তে হাতে বিজিবির পাশে অবস্থান যেন তিতুমীরের বাঁশের কেল্লার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
সীমান্ত উত্তেজনার মধ্যেও এ ধরনের ঘটনা প্রমাণ করে, দেশের মাটি রক্ষায় সাধারণ মানুষও প্রস্তুত। রফিকুল ইসলামের মতো মানুষই আমাদের দেশের প্রকৃত রক্ষাকবচ।
ডিসিকে/এমজেডএইচ