প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১৪:০৮
ফরিদগঞ্জে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার
ফরিদগঞ্জে মিম আক্তার(১৬) নামে এক কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) রাতে মরদেহ উদ্ধারের পর শনিবার (১১ জানুয়ারি ২০২৫) সকালে পোস্ট মর্টেমের জন্যে চাঁদপুর পাঠিয়েছে পুলিশ। ওই কিশোরী গৃহবধূ মিম বালিথুবা পশ্চিম ইউনিয়নের অটোবাইক চালক আবু ছায়েদের স্ত্রী ও সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও এলাকার গাজী বাড়ি সৌদি প্রবাসী টিটু গাজীর মেয়ে । গত ৪ মাস পূর্বে পারিবারিকভাবে তাকে বিয়ে দেয়া হয়।
মিমের মা জেসমিন বেগম জানান, ‘আমার মেয়েকে চার মাস পূর্বে মদনেরগাঁও বেপারী বাড়ির আব্বাস বেপারীর ছেলে অটোবাইক চালক আবু ছায়েদের সাথে বিয়ে দেন। গত ১৮ দিন পূর্বে মেয়ে আমার বাড়িতে বেড়াতে আসে এবং শুক্রবার সকালে মেয়েকে তার শ্বশুর বাড়িতে দিয়ে আসি। এরপর দুবার মোবাইল ফোনে কথা হয়। বিকেল ৫ টার সময় আমাকে ফোন করে জানায়, আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ’।
মিমের স্বামী আবু ছায়েদ জানান, ‘বাবার বাড়ি থেকে আসার পর শুক্রবার জুমার নামাজ আদায় করতে আমি বের হই। কিছু আনবো কিনা জানতে চাইলে মিম বলেছে, বাড়িতে আসার সময় তার জন্যে কিছু নিয়ে আসতাম। বিকেলে বাড়ি থেকে ফোন করে জানায়, মিম আত্মহত্যা করেছে ’।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম জানান, গৃহবধূ মিমের মরদেহ শুক্রবার রাতে উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি ২০২৫) সকালে পোস্ট মর্টেমের জন্যে চাঁদপুর পাঠানো হয়েছে।