প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৩:১৭
৩১ দফার ভিত্তিতে আধুনিক বাংলাদেশ গড়া তারেক রহমানের স্বপ্ন ------শরীফ মোঃ ইউনুছ
১১ জানুয়ারি শনিবার ফরিদগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বিষয়ে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
|আরো খবর
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মো. ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক একে মজুমদার লতিফ খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জিল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদির মেম্বার, সহ-সভাপতি আব্দুস সাত্তার খান মেম্বার, সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম, সেক্রেটারি নয়ন, ছাত্রদলের আহ্বায়ক ফজলে রাব্বি, ওয়ার্ড বিএনপির আলী আহমদ মিন্টু পাটোয়ারী, তাজু মেম্বার, সুমন ডাক্তার, মিজি সফিকুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুর রহিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফ মো. ইউনুছ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন স্বাধীন হওয়া দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর ও শক্তিশালী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলেছিলেন। অতঃপর বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিয়েছিলেন। আমাদের নেতা জনাব তারেক রহমান ফ্যাসিস্ট হাসিনার ধ্বংস করে দেয়া দেশকে নতুন করে সুখী-সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ার জন্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীর বাংলাদেশ আধুনিক সমৃদ্ধ স্বনির্ভর করতে স্বপ্ন দেখেন। সে লক্ষ্যে তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। সবাইকে ৩১ দফার ভিত্তিতে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান রইলো।