প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ১০ ইউপিতে প্রার্থীদের প্রচারণা শেষ, কাল নির্বাচন
কাল ১১ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৪, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৭৭ জন ও সদস্য পদে ৩০৪ জনসহ মোট ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বালিয়া ইউনিয়নে দু’জন ও আশিকাটিতে একজন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
|আরো খবর
গতকাল ৯ নভেম্বর ছিলো প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিন। এদিন বিষ্ণুপুর, আশিকাটি, শাহমাহমুদপুর, মৈশাদী, বাগাদী, বালিয়া, চান্দ্রা, রামপুর, তরপুরচন্ডি ইউনিয়নে প্রার্থীদের মিছিল, নির্বাচনী প্রচার প্রচারণা মিছিল ও কর্মী সভায় মুখর ছিলো। তবে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা সবচেয়ে বেশি দেখা যায়।
গত কয়েকদিন যাবত নির্বাচনী প্রচার ও গণসংযোগ চলছে গ্রামগঞ্জ ও হাটবাজার জুড়ে। নির্বাচনী প্রচারণায় মুখর চায়ের আড্ডা। ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা।
মঙ্গলবার এই নির্বাচনের প্রচার শেষ হয়েছে। তৃণমূলের ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় এই নির্বাচনে আওয়ামীলীগের নেতা-কর্মী সমর্থক ও প্রার্থীদের তৎপরতা বেশি পরিলক্ষিত হয়েছে। এরপর রয়েছে স্বতন্ত্র ও ইসলামী আন্দোলনের তৎপরতা। এবারের ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থী না দিলেও মাঠে রয়েছে আওয়ামী লীগ ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের প্রার্থীরা।
এই নির্বাচনে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি অংশ নেয়নি। দলগতভাবে আওয়ামী লীগের প্রতিপক্ষ স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের সাথে রয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা।
রামপুর ও তরপুরচণ্ডীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এ দুটি ইউনিয়নে আওয়ামী লীগের দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন।
অপরদিকে, হানারচর ইউনিয়নের নির্বাচন বন্ধে হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। এই ইউনিয়নে ১১ তারিখ নির্বাচন হবে কিনা আজ বুধবার জানাবেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেন। তিনি জানিয়েছেন, ১০টি ইউপি নির্বাচন অনুষ্ঠানে সবধরনের প্রস্তুতি নিয়েছে জেলা নির্বাচন অফিস। নির্বাচনের দুদিন আগে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নামবেন। নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেন জানান, গ্রহণযোগ্য ও সুষ্ঠু ইউপি নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের ব্যালট পেপার ব্যালট বাক্সসহ অন্যান্য উপকরণ বিলিবন্টন শুরু করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে সকল ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছে যাবে।
আশিকাটি, মৈশাদী ও বাগাদী এই তিন ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন।
শাহমাহমুদপুর ও রামপুর এ দুই ইউনিয়নে সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুকবুল হোসেন, বিষ্ণুপুর, বালিয়া ও তরপুরচন্ডি ইউনিয়নে সদর উপজেলা প্রকৌশলী এএসএম রাশেদুর রহমান এবং হানারচর ও চান্দ্রা ইউনিয়নে কচুয়া উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বক্কর সিদ্দিক রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন : বিষ্ণুপুর ইউনিয়ন- চেয়ারম্যান পদে প্রার্থী ৩ জন। বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম (নৌকা), অজিউল্লাহ সরকার (হাতপাখা) ও খোরশেদ আলম (আনারস)।
আশিকাটি ইউনিয়ন : এ ইউনিয়নে প্রার্থী ৩ জন। বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী (নৌকা) ও মাসুদ গাজী (হাতপাখা)।
শাহমাহমুদপুর ইউনিয়ন- এ ইউনিয়নে প্রার্থী ৬ জনের মধ্য ১ জনেরটা বাতিল, প্রত্যাহার ১ জন। এখন প্রার্থী আছেন ৪ জন। বর্তমান চেয়ারম্যান স্বপন মাহমুদ (টেলিফোন), মাসুদুর রহমান নান্টু (নৌকা), মোঃ শাহ জামাল গাজী (হাতপাখা) ও মোঃ রফিকুল ইসলাম (আনারস)।
মৈশাদী ইউনিয়ন : এই ইউনিয়নে প্রার্থী ৩ জন। মোঃ নুরুল ইসলাম (নৌকা), আজহারুল ইসলাম (হাতপাখা) ও আবু জাফর মোহাম্মদ ছালেহ অলি পাটওয়ারী (আনারস)।
বাগাদী ইউনিয়ন : এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন গাজী বিল্লাল (নৌকা), নেয়ামত উল্লাহ (হাতপাখা), মোঃ মুনছুর বেপারী (গোলাপ ফুল), মোঃ বরকত উল্লাহ খান (চশমা) ও মোঃ মানিক মিয়া (আনারস)।
বালিয়া ইউনিয়ন : মোঃ রফিকুল্যা পাটওয়ারী (নৌকা), মোঃ নুরুদ্দিন খান (হাতপাখা), সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান (টেলিফোন), মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন তপাদার (আনারস) ও গাজী মোহাম্মদ মাসুদ রায়হান (চশমা)।
চান্দ্রা ইউনিয়ন : এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ৪ জন। তারা হলেন-বর্তমান চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী (নৌকা), মোঃ মজিবুর রহমান মিয়াজী (হাতপাখা), আব্দুর রহমান বেপারী (আনারস) ও মুকবুল হোসেন (ঘোড়া)।