বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ জুলাই ২০২১, ০০:০০

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে জনপ্রতিনিধিরা এবার মাঠে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

করোনা মহামারী জনগণকে অনেকটা আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। চাঁদপুর জেলাকে করোনা বলতে গেলে ঘিরে ফেলেছে। সংক্রমণের হার এখন সারাদেশের চেয়ে দ্বিগুণ চাঁদপুর। এমন ভয়াবহ অবস্থায়ও মানুষের মাঝে কোনো সচেতনতা নেই। মানুষ স্বাস্থ্যবিধি মানার ধারেকাছেও নেই। এমতাবস্থায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান জনগণকে সচেতন করতে মাঠে নেমেছেন। তাঁর নেতৃত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এখন মাঠে সক্রিয়। চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান এবং ভাইস চেয়ারম্যান জিএস তছলিম বিভিন্ন ইউনিয়নে গিয়ে সচেতনতা সভা করছেন। বাজার ব্যবসায়ী, বিভিন্ন মার্কেট কমিটি ও বড় বড় দোকান মালিকদের সাথে বৈঠক করে তাদেরকে সরকারের বিধি-নিষেধ মেনে চলতে আহ্বান জানান এবং স্বাস্থ্য সচেতন হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। তাঁরা ছোট ছোট যানবাহনে, পথচারী ও অন্যান্য মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন, মাস্ক পরতে উদ্বুদ্ধ করেছেন।

গত মঙ্গলবার ফরিদগঞ্জে লকডাউন বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, পৌর মেয়র, প্রেসক্লাব নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই সভা থেকে ফরিদগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে করোনার প্রাদুর্ভাব থেকে বেঁচে থাকতে সরকারের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়। এই সভার পর দেখা গেছে যে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বিভিন্ন ইউনিয়নে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। এসব বৈঠকে ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সকলের প্রতি স্বাস্থ্যবিধিসহ সরকারের বিধিনিষেধ মেনে চলতে অনুরোধ জানানো হয়। গতকালও দেখা গেছে যে তাঁরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে যান এবং অনুরূপ সভা করেন।

চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান ও ভাইস চেয়ারম্যান জিএস তছলিমসহ অন্যান্য জনপ্রতিনিধি রাস্তায় নেমে মাস্ক বিতরণ করেন, মাস্ক পরিয়ে দেন। তাঁদের এই তৎপরতায় জনগণের মাঝে ব্যাপক সাড়া দেখা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়