শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির সভায় মেয়র জিল্লুর রহমান জুয়েল

শহরের যানজট নিরসনে বিকল্প সড়কের বিষয়ে চেষ্টা চলছে

শহরের যানজট নিরসনে বিকল্প সড়কের বিষয়ে চেষ্টা চলছে
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেছেন, যানজটের সমস্যাটি চাঁদপুর শহরের নতুন সমস্যা নয়, দীর্ঘদিনের। আমি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই এই বিষয়টি নিয়ে একটি পরিকল্পনা রয়েছে। তাছাড়া শহরে চলমান যানবাহনগুলোর মধ্যে শুধুমাত্র রিকশা ও অটোবাইক নিয়ন্ত্রণ পৌর পরিষদের হাতে। এই দুটি যানবাহন নিয়ন্ত্রণে আমরা লাইসেন্স ডিজিটাল পদ্ধতিসহ নানা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনাদের আশ^স্ত করে বলছি, অক্টোবরের মাঝামাঝিতে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন এবং শহরের বাইরে থেকে আসা যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।

তিনি সভায় বিভিন্ন বক্তার বক্তব্যের প্রেক্ষিতে বলেন, আমরা চেষ্টা করছি যানজট নিরসনে। বিকল্প সড়কের চিন্তা করে খুব সহসাই পৌরবাসীর এই দুর্ভোগ লাগবের ব্যবস্থা করবো।

সভায় বক্তারা বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন নেয়ার পর নিয়ম-নীতি অনুসরণ না করার অভিযোগ তুললে তিনি বলেন, যখন যে এ ধরনের অভিযোগ পাই, আমি তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। তাছাড়া আগামীতে আরো কড়া মনিটরিং করা হবে বলে জানান।

তিনি পৌর নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পৌর পরিষদ আপনাদেরকে নাগরিক হিসেবে যতটুকু সেবা প্রাপ্য সবটুকু দেয়ার জন্যে প্রস্তুত রয়েছে, শুধুমাত্র আপনারা সচেতন হোন, পৌর পরিষদকে সহযোগিতা করুন।

পৌর মেয়র গতকাল ২৭ সেপ্টেম্বর দুপুরে চাঁদপুর পৌর পাঠাগারের ২য় তলায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প-০৩ (ইউজিআইআইপি-০৩) আওতায় নগর পরিচালন উন্নতিকরণ কর্মসূচি (ইউজিআইএপি) বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটি (টিএলসিসি)-এর সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজউদ্দিন হাওলাদারের উপস্থাপনায় উক্ত সভায় বক্তব্য রাখেন পৌরভার সচিব আবুল কালাম ভূঁইয়া, চাঁদপুর আত্মনিবেদিতা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির চাঁদপুর প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা অধ্যাপিকা মাসুদা নূর খান, ইউএনডিপির টাউন ম্যানেজার আব্দুল হান্নান, কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, মোঃ আলমগীর গাজী, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস, আয়শা রহমান, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আলী হোসেন মজুমদার, মেঘনা সিডিসি ক্লাস্টারের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার, ডাকাতিয়া ক্লাস্টারের ক্যাশিয়ার শিল্পী ঘোষ, ক্লাস্টার প্রতিনিধি মনিরা আক্তার প্রমুখ।

এ সময় পৌরসভার প্যানেল মেয়র সহ বিভিন্ন ওয়ার্ডের সকল কাউন্সিলর ও নগর সমন্বয় কমিটি (টিএলসিসি) সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত সভায় চাঁদপুর পৌরসভা প্রতিষ্ঠার পর এই প্রথম পৌর কর্মকর্তা-কর্মচারীরা সকল বকেয়া বেতনসহ সকল বিল পাওয়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীসহ নগর সমন্বয় কমিটির সকল সদস্য পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েলসহ বর্তমান পৌর পরিষদকে অভিনন্দন জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়