প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ২১:২৪
পাইকদীতে ইমামদের সংবর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে পাইকদী-ভাটেরগাঁও ইসলামী যুব সংগঠনের উদ্যোগে এক মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ও ইমাম-খতিবদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) রাত ৮টায় পাইকদী মোল্লাবাজার সংলগ্ন মাঠে পাইকদি ভাটেরগাঁও ইসলামী যুব সংগঠনের নেতা তানভীর হোসাইনের পরিচালনায় ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আহ্বায়ক আ.জ.ম. বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক, শাহতলী কামিল মাদ্রাসার এডহক কমিটির আজীবন দাতা সদস্য সোহেল রুশদী।
প্রধান অতিথি বলেন, আমি প্রথমেই জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুথানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আজকে যারা এ অনুষ্ঠানের উদ্যোক্তা তাদের ধন্যবাদ জানাই। পাইকদী-ভাটেরগাঁও ইসলামী যুব সংগঠনের এ আয়োজন খুবই সুন্দর, মনে হয় একটি ইসলামী মিলনমেলা।
তিনি বলেন, অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ৩৬জন ইমাম-খতিবকে সংবর্ধনা দেওয়া হয়েছে, এটি ব্যতিক্রম উদ্যোগ। আমি যুব সমাজের সাথে আছি, ভবিষ্যতেও থাকবো। আপনাদের অনুষ্ঠানটি খুবই চমৎকার একটি অনুষ্ঠান। শুভ কামনা থাকবে যে ৩৬জন ইমাম-খতিবকে সংবর্ধনা দেয়া হয়েছে তাদের জন্যে। এটি মনে হয় চাঁদপুর সদরে এই প্রথম। আগামীতে আরো বেশি সংখ্যক ইমামদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব এ এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠানগুলোতে শত শত শিক্ষার্থী পড়াশোনা করছে।
অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্য রাখেন জাতীয় পযার্য়ে স্বর্ণপদক প্রাপ্ত ইসলামী সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান (খান সাহেব), আবির মাহমুদ, হাফেজ আরাফাত হোসেন, রিফাত রহমান, ইচলী জামে মসজিদের খতিব মো. আব্দুল বাকী।
অনুষ্ঠানে ইসলামাী সংগীত পরিবেশন করেন চাঁদপুর মোহনা শিল্পীগোষ্ঠী ও চাঁদপুর নবসুর শিল্পীগোষ্ঠী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, আল আরাফা হজ্ব ক্যাম্পের স্বত্বাধিকারী মো. শরীফ পাটওয়ারী, আরবী প্রভাষক মাওলানা নাজির হোসাইনসহ বিভিন্ন মসজিদের ইমামগণ ও পাইকদী-ভাটেরগাঁও ইসলামী যুব সংগঠনের নেতৃবন্দ।
শুরুতেই প্রধান অতিথি সোহেল রুশদীকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন পাইকদী-ভাটেরগাঁও ইসলামী যুব সংগঠনের নেতৃবৃন্দ। পরে বিভিন্ন মসজিদের ইমাম-খতিবদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোহেল রুশদীসহ অন্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আহ্বায়ক আ.জ.ম. বিলাল হোসাইন।