শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর পৌরসভার গেজেট উদ্ধার ॥ বর্তমান মেয়রের অসাধারণ সাফল্য

২০২২ সালে পৌরসভার ১২৫ বছরপূর্তি উদ্যাপন করবো : মেয়র জিল্লুর রহমান জুয়েল

চাঁদপুর পৌরসভার গেজেট উদ্ধার ॥ বর্তমান মেয়রের অসাধারণ সাফল্য
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

১২৪ বছরের পুরানো কোনো প্রতিষ্ঠানের গেজেট উদ্ধার করাটা যে কতটা সাফল্যের, এ অর্জনটা যে কতটা অসাধারণ, তা বলার অবকাশ রাখে না। আর এ বিশাল সাফল্য অর্জনের কৃতিত্ব যে ওই প্রতিষ্ঠানটির প্রধান কর্ণধারের, তা ইতোমধ্যে জনগণের মুখে মুখে। শতোর্ধ্ব বয়সের প্রাচীন এ প্রতিষ্ঠানটি হলো চাঁদপুর পৌরসভা। আসাম-বেঙ্গল গেটওয়ে খ্যাত প্রসিদ্ধতম এ শহরটি পৌরসভা হিসেবে স্বীকৃতি পাওয়ার সেই ১২৪ বছরের পুরানো গেজেটটি উদ্ধার হলো এ পৌরসভার বর্তমান মেয়র জিল্লুর রহমান জুয়েলের হাত ধরে। তাঁর অসাধারণ এই সাফল্যটিকে প্রাচীনতম এ পৌরসভাটির জন্যে আকাশচুম্বী অর্জন হিসেবে দেখছে পৌরবাসী। কারণ, এক গেজেট উদ্ধারের মধ্য দিয়ে এ পৌরসভা প্রতিষ্ঠার প্রকৃত ইতিহাস জনগণ জানতে পারলো। সংশোধন করার সুযোগ হলো পৌরসভাটি প্রতিষ্ঠার সাল। জনগণ জানতে পারলো চাঁদপুর পৌরসভা ১৮৯৬ খ্রিস্ট বর্ষে নয়, ১৮৯৭ খ্রিস্ট বর্ষে প্রতিষ্ঠা হয়েছে। আরো জানতে পারলো চাঁদপুর শহরকে পৌরসভা হিসেবে স্বীকৃতি প্রদানের গেজেট প্রকাশের তারিখও। শুধু তাই নয়, এই পৌরসভার প্রথম পৌর পরিষদ তথা প্রতিষ্ঠাকালীন সদস্য (কমিশনার) কারা কারা ছিলেন তাঁদের নামও এ পৌরবাসী জানতে পারলো।

চাঁদপুর পৌরসভার গোড়াপত্তনের তথ্যাদি সম্বলিত ইতিহাস উদ্ধার করে আনাটা যে এ পৌরবাসীর জন্যে কতটা আনন্দের এবং আকাশচুম্বী প্রাপ্তির সংবাদ, সেটি চাঁদপুর কণ্ঠের অসংখ্য পাঠকের অনুভূতি প্রকাশের মধ্য দিয়েই বুঝা গেলো। পৌরবাসী এমন অসাধারণ কাজটি করায় মেয়র জিল্লুর রহমান জুয়েলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন। একইভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর কণ্ঠের সহ-সম্পাদক মুহাম্মদ ফরিদ হাসানের প্রতিও। যাঁর নিরলস প্রচেষ্টায় ১২৪ বছরের পুরানো গেজেটটি কলকাতার লাইব্রেরি এবং আর্কাইভ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর তাঁর এই কাজে অসম্ভব রকমের সহযোগিতা এবং উৎসাহ যুগিয়েছেন মেয়র জিল্লুর রহমান জুয়েল। পৌরবাসী চাঁদপুর কণ্ঠ পরিবারকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রাচীনতম এ পৌরসভাটির তথ্যসমৃদ্ধ সঠিক ইতিহাস পত্রিকায় প্রকাশ করে জনগণকে জানানোর জন্যে।

চাঁদপুর পৌরসভা প্রতিষ্ঠার ইতিহাস সম্বলিত তথ্যবহুল সংবাদ গতকাল চাঁদপুর কণ্ঠে প্রকাশ হওয়ার পর অসংখ্য পাঠক পত্রিকা সংশ্লিষ্টদের ফোন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে তাঁদের কৃতজ্ঞতার কথা জানান। তারা এও জানান, ‘আমরা বিশ্বাস করি চাঁদপুর পৌরসভার বর্তমান মেয়র জিল্লুর রহমান জুয়েল আরো এমন কিছু চমকপ্রদ কাজ করে ইতিহাসের অংশ হয়ে থাকবেন।’

চাঁদপুর পৌরসভা প্রতিষ্ঠার প্রকৃত ইতিহাস খুঁজে বের করে আনার প্রসঙ্গ নিয়ে কথা বলতে মেয়র জিল্লুর রহমান জুয়েলের শরণাপন্ন হলে তিনি বলেন, সত্যিই এটি একটা বিশাল সাফল্য। আর আমার সময়ে এ কাজটি হলো, যেটিকে আমার এবং আমার পরিষদের জন্যে একটা অসাধারণ অর্জন বলে আমি মনে করি। আমি আমার অত্যন্ত স্নেহধন্য মুহাম্মদ ফরিদ হাসানকে ধন্যবাদ জানাই সে অসম্ভব পরিশ্রম করে এ কাজটি করেছে। সেও এ ইতিহাসের অংশ হয়ে গেলো। চাঁদপুর কণ্ঠ পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি সংবাদটি বেশ গুরুত্বের সাথে প্রকাশ করায়। ভবিষ্যতে ইনোভেটিভ আরো কিছু করার পরিকল্পনা রয়েছে বলে মেয়র জানান।

মেয়র জিল্লুর রহমান জুয়েল জানান, আগামী বছর অর্থাৎ ২০২২ সালে আমরা চাঁদপুর পৌরসভার ১২৫ বছরপূর্তি অনুষ্ঠান খুবই জাঁকজমকের সাথে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপন করবো। এ বিষয়ে আমাদের অভিভাবক স্থানীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি মহোদয়ের সাথেও কথা হয়েছে। তাঁর দিকনির্দেশনা এবং পরামর্শে আমরা আমাদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আমি চাঁদপুর পৌরবাসীর সহযোগিতা এবং পরামর্শ সবসময় প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়