প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৬
চাঁদপুর পৌরসভার রাস্তাগুলোর বেহাল দশা
দুই দিনের বৃষ্টিতে বড় হয়েছে গর্ত : জনদুর্ভোগ চরমে
প্রাচীন চাঁদপুর পৌরসভার অধিকাংশ রাস্তার বেহাল দশা বিরাজ করছে। পিচ ঢালাই পাথর উঠে গিয়ে ছোট বড় অসংখ্য গর্তে পরিণত হয়েছে সড়ক গুলো। নিম্ন চাপের প্রভাবে গত দুই দিনের ভারি বৃষ্টিতে পৌরসভার রাস্তার গর্ত বড় হয়েছে। এতে দুর্ঘটনার কবলে পড়ছেন গাড়ি চালকরাসহ পথচারী ও জনসাধারণ। এনিয়ে চরম ভোগান্তিতে ভূগছেন তারা।
|আরো খবর
পৌর শহরের ১৫ টি ওয়ার্ডে ঘুরে দেখা যায়, পৌরসভার প্রধান প্রধান সড়কসহ অধিকাংশ সড়কেই দশা বেহাল। পালবাজার ব্রীজ চত্বর, পুরাতন টাউন হলের সামনে, লঞ্চঘাট বড়স্টেশন সড়ক, বিপনীবাগ বাজার, কলেজ রোড, স্টেডিয়াম সড়ক, ট্রাক রোড, পুরান বাজার বটগাছ তলা, লোহারপুল, আল আমিন মিলমোড়, চালতা গাছতলা, নূরিয়া স্কুল আমজাদ আলী সড়ক, জাফরাবাদ দোকান ঘর সড়ক, মেরকাটিজ রোড নিতাইগঞ্জ, পলাশের মোড় রয়েজ রোডসহ আরো অনেক রাস্তার খুবই খারাপ অবস্থা।
এছাড়া আরও বেশ কয়কটি মহল্লার প্রধান প্রধান সড়কগুলোর অবস্থা বেহালদশা চরমে উঠেছে।
এসব রাস্তা দীর্ঘদিন থেকে সংস্কার না করায় রাস্তাগুলোর পিচের ঢালাই ও ইট উঠে গিয়ে যেখানে সেখানে ছোট বড় অসংখ্য খানাখন্দ ও গর্ত সৃষ্টি হয়ে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার বড় বড় খানাখন্দ ও গর্ত গুলোতে হাঁটু সমান পানি জমে থাকে। এ সময় এসব রাস্তা দিয়ে চলাচলের সময় রিস্কাভ্যানসহ অন্যান্য যানবাহন মাঝেমধ্যে উল্টেপড়ে দুর্ঘটনার কবলে পড়ছে। এছাড়াও পানি জমে থাকার কারণে রাস্তায় চলাচলকারীদের শরীরে কাদা পানি ছিটকে কাপড়-চোপড় নষ্ট হচ্ছে। এতে চরম ক্ষোভ প্রকাশ করছেন গাড়িচালক, পথচারীসহ স্থানীয়রা।
তারা স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে এসব রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী শহরবাসী এবং অটো চালকের অনেকেই বলেন রাস্তাগুলোর গর্ত ভরাট করে আপাতত মানুষের চলাচলের উপযোগী রাস্তাগুলোর প্রাথমিক কাজগুলো করা হোক।
এদিকে, চাঁদপুর পৌরসভা কার্যালয়ের সূত্রে জানা যায়, আসন্ন শুস্ক মৌসুমে চাঁদপুর শহরের প্রতিটি রাস্তার উন্নয়ন কাজ করা হবে।