প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
দুবাইতে সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির শাহজাহানের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির মো. শাহজাহান (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। ৩ অক্টোবর সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। শাহজাহান সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক উত্তর পাড়া গ্রামের মোঃ শাহআলম রাউতের ছোট ছেলে। তার বাবাই মৃত্যুর বিষয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্বজনরা জানান, শাহজাহান দুবাইতে একটি ওয়ার্কসপে কর্মরত ছিলেন। বুধবার (২ অক্টোবর) বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহজাহানের পিতা শাহআলম বলেন, আমার দুই ছেলের মধ্যে শাহজাহান ছোট। বড়ো ছেলে গত ১০ দিন আগে সৌদি আরবে গেছে। আর শাহজাহান গত ১০ মাস আগে আরব আমিরাতে যায়। দুবাই শহরে একটি ওয়ার্কসপে কাজ করতো। বিদেশে যাওয়ার ১ বছর পূর্বে বিয়ে করেছে। তবে কোনো সন্তান নেই।
তিনি আরো বলেন, ছেলের মৃত্যুর পরে এখন কী পদক্ষেপ নেবো বুঝতে পারছি না। তবে তার লাশ দেশে আনার জন্যে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবো। তার এমন মৃত্যুতে পরিবার শোকাহত। সূত্র : ঢাকা মেইল।