বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০

শারদীয় দুর্গোৎসব

মহালয়ার প্রথম প্রহরে জেলার বিভিন্ন স্থানে পিতৃতর্পণ

বিমল চৌধুরী ॥
মহালয়ার প্রথম প্রহরে জেলার বিভিন্ন স্থানে পিতৃতর্পণ

মহালয়ার মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। মহালয়ার প্রথম প্রহরে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে চাঁদপুর জেলা শহরের বিভিন্ন স্থানে গতকাল ২ অক্টোবর বুধবার পিতৃতর্পণ অনুষ্ঠিত হয়েছে। এদিন ভোরের আলোতে সনাতন ধর্মাবলম্বী নর-নারীগণ তাদের পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় পবিত্র গঙ্গাজলে পুত-পবিত্র হয়ে মন্ত্র পাঠের মধ্য দিয়ে প্রয়াত পিতৃপুরুষদের জল দান করেন। এদিন দেশের বিভিন্ন স্থানের ন্যায় চাঁদপুর, হাজীগঞ্জ, মতলব, কচুয়া, হাইমচর, ফরিদগঞ্জ, শাহরাস্তিসহ শহরের বিভিন্ন স্থানে পিতৃতর্পণ অনুষ্ঠিত হয়।

চাঁদপুর কালীবাড়ি মন্দির কমিটির অন্যতম সদস্য গোবিন্দ সাহা মন্দির কমিটির অন্যান্য সদস্যদের সহায়তায় চাঁদপুরে প্রথম আনুষ্ঠানিকভাবে পিতৃতর্পণ কার্যক্রম শুরু করেন। তারই ধারাবাহিকতায় শহরের কালীবাড়ি মন্দিরের সহায়তায় আজ কয়েক বছর যাবৎ পিতৃতর্পণ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথমবার স্বল্পসংখ্যক মানুষের উপস্থিতি থাকলেও প্রতি বছরই তর্পণকারীর সংখ্যা বৃদ্ধি পেতে দেখা যায়। গতকাল পিতৃতর্পণ করার জন্যে ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথেই শহরের বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষ শহরের কালীবাড়ি মন্দিরে সমবেত হতে থাকেন। পরে ভক্তবৃন্দ একত্রিত হয়ে চাঁদপুর প্রেসক্লাব ঘাটে ডাকাতিয়া নদীতে গিয়ে পিতৃতর্পণ ক্রিয়া কর্ম সম্পন্ন করেন।

এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মানব উন্নয়ন সংস্থা জীবনদীপের প্রতিষ্ঠাতা প্রবীণ আইনজীবী অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, উদ্যোক্তা গোবিন্দ সাহা, কালীবাড়ি মন্দিরের প্রবীর পোদ্দার, অর্জুন সাহা, বিকাশ মজুমদার টিটু, বাপ্পি সিংহ রায়, সঞ্জীত পোদ্দার, খোকন চন্দ, অ্যাডঃ প্রভাষ সাহা, সাংবাদিক মানিক দাস, প্রবীর সরকার প্রমুখ। পিতৃতর্পণ কাজে পৌরোহিত্য করেন পুরোহিত কমল আচার্য ও অভিজিৎ চক্রবর্তী। পিতৃ তর্পণ শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এছাড়াও এদিন পুরাণবাজার শ্রী শ্রী চন্দ্রেশ্বরী কালীমন্দির কমিটি কর্তৃক পুরাণবাজার হরিসভা সংলগ্ন মেঘনা নদীতে পুরাণবাজার শ্রীশ্রী রামঠাকুর দোল মন্দির কর্তৃক মন্দির সংলগ্ন মেঘনা নদীতে ও নতুনবাজার ফ্লাওয়ার মিল সংলগ্ন ডাকাতিয়া নদীতে আগত নারী-পুরুষ ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে তাদের পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় পিতৃ তর্পণ ও ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করেন। সকল স্থানেই নিরাপত্তা রক্ষায় পুলিশ সদস্যদের কার্যক্রম ছিলো প্রশংসনীয়। তারা শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

পুরাণবাজারে অনুষ্ঠিত পিতৃতর্পণ কার্যক্রমে শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভু মন্দিরের সাধারণ সম্পাদক শিমুল সাহা, বারোয়ারি দুর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক সাহা, শ্রীশ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভু মন্দিরের সুখান্ত সাহা টিটু, উত্তম সাহা, দীপক সাহা, গিরিধারী সাহা, আশীষ দেবনাথ, নারায়ণ সাহা (নারু), সহদেব বর্মন, দিলীপ সাহা, নিতাই পোদ্দার, খোকন দাস, রাম সাহা রামু, তপন কুমার দে, পুরাণবাজার চন্দ্রেশ্বরী কালী মন্দিরের অন্যতম সদস্য কার্তিক সরকার, টুটন বণিক, খোকন সাহা, সুকুমার সাহা, সুমন সাহা, মনতোষ সাহা, মিন্টু ঘোষ, পুরাণবাজার জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ প্রমুখ ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়।

হরিসভা এলাকায় পিতৃ তর্পণে পৌরোহিত্য করেন কেদারনাথ চক্রবর্তী। এদিন পুরাণবাজার ডিগ্রি কলেজ সংলগ্ন ডাকাতিয়া নদীতেও পিতৃ তর্পণ অনুষ্ঠিত হয়।

গতকাল ভোরে অনুষ্ঠিত হয় মহালয়া। এদিন প্রাতে রেডিও, টিভিতে ভেসে আসে মহালয়া উপলক্ষে দরদী গলায় চণ্ডীপাঠ। রেডিও, টিভির বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয় দেবী দুর্গার মহিষাসুর বধের কাহিনী। শারদের ভোরের আকাশে চণ্ডীপাঠের মধ্য দিয়ে জানান দেয় শারদীয় দুর্গোৎসবের আগমনি বার্তা। দিন গণনায় এদিন থেকেই শুরু হয় দেবী পক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়