প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
মতলব উত্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও সমাবেশ
শেখ হাসিনার ফাঁসিসহ নিহত শিক্ষার্থীদের খুনিদের বিচারের দাববতে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে মতলব উত্তরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ১৬ আগস্ট শুক্রবার সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি ছেংগারচর বাজারের প্রধান সড়ক ঘুরে শহরের প্রাণ কেন্দ্র কলেজের সামনের মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করেছে। এতে সমন্বয়ক মোহাম্মদ মেহেদী হাসান রাফি, হাবিবুর রহমান হাবিব, সৈকত, তুষার, ইমাদ ও শিক্ষক জমির সরকার, নুরুজ্জামান, রফিকুল ইসলামসহ শিক্ষার্থীরা অংশ নেন।
মিছিল ও সমাবেশে শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা, নির্যাতনসহ আন্দোলনের বিভিন্ন দিকে তুলে ধরে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকে।