রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০০:০০

চাঁদপুর জেলা পুলিশের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর জেলা পুলিশের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

দেশের চলমান পরিস্থিতি নিয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম (বার) জামায়াত নেতাদের উদ্দেশ্যে বলেন, পুলিশের কর্মবিরতির সময় আইন শৃঙ্খলা যাতে চরম অবনিত না হয়, সেজন্যে আপনারা রাস্তায় থেকে এবং এলাকায় এলাকায় পাহারা দিয়ে পুলিশের কাজটি করে দিয়েছেন। এই কাজটির জন্যে জেলা পুলিশের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে আপনারা সংখ্যালঘুদের স্থাপনা ও বাড়িঘর পাহারা দিয়েছেন। এগুলো আমাদেরই কাজ ছিলো, কিন্তু সে কাজগুলো আপনারা করেছেন।

তিনি আরো বলেন, পুলিশ সরকারের নির্বাহী আদেশের অংশ। যখন যে সরকার ক্ষমতায় থাকে, সে সরকারের নির্দেশে পুলিশ দায়িত্ব পালন করে। বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন, যখন যে সরকার ক্ষমতায় ছিলো, তাদের নির্দেশে পুলিশ সর্বোচ্চ শক্তি দিয়ে দায়িত্ব পালন করেছে।

সভায় জামায়াতে ইসলামীর নেতারা চাঁদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখার জন্যে দলের পক্ষ থেকে পুলিশকে সার্বিক সহযোগিতা দিবেন বলে জানান। একই সাথে আর যাতে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘাটে এবং কেউ চেষ্টা না করতে পারে সে বিষয়ে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিষয় তারা তাদের বক্তব্যে গুরুত্বসহ তুলে ধরেন।

চাঁদপুর জেলা জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম পাটোয়ারী, নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জয়েন্ট সেক্রেটারী অ্যাড. মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সেক্রেটারী মো. বেলায়েত হোসেন, জামায়াত নেতা শুক্কুর মোস্তান, ইসলামী ছাত্র শিবির চাঁদপুর শহর শাখার সেক্রেটারী জাহিদুল ইসলাম প্রমুখ।

পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) রাশেদুল হক চৌধুরী, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মো. মনিরুল ইসলাম।

সভার শুরুতে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তারপর জামায়াত নেতাদের সাথে পরিচিত হন এসপিসহ পুলিশ কর্মকর্তাগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়