রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০০:০০

মেঘনায় নিখোঁজ ২ নারীর সন্ধান এখনও মেলেনি

স্টাফ রিপোর্টার ॥
মেঘনায় নিখোঁজ ২ নারীর সন্ধান এখনও মেলেনি

চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় মেঘনা নদীতে নৌকা ভ্রমণে গিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বর্ষার প্রবল ঘূর্ণাবর্তে নৌকা ডুবে নিখোঁজ হন উম্মে হানি (২৫) ও নববধূ ফাহিমা আক্তার (৩০) নামে দুই নারী। ঘটনার একদিন পার হলেও বুধবার রাত পর্যন্ত নিখোঁজ ওই দুই নারীর সন্ধান মেলেনি। নিখোঁজ দুজনের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি এলাকায়।

দুর্ঘটনার পর থেকে নদীতে গতকাল সারাদিন অনেক অনুসন্ধানের পরেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ লাশ ভেসে উঠতেও দেখেনি।

চাঁদপুরের ওই স্থানের মেঘনা নদীয় ঘুরতে গিয়ে নৌকাডুবিতে নববধূসহ দুজন নিখোঁজ হন। এ সময় মাঝিসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়।

১৩ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেঘনার মোহনায় প্রবল ঘূর্ণি স্রোতে এ ঘটনা ঘটে।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মেঘনায় একটি ইঞ্জিনচালিত নৌকায় চালকসহ ছয়জন ঘুরতে যান। এ সময় নদীর মোহনায় প্রবল স্রোতে ওই নৌকাসহ সবাই নদীতে ডুবে যান। পাশের আরেকটি নৌযানে থাকা লোকজন তিনজনকে জীবিত উদ্ধার করেন। নৌকার মাঝি সাঁতরে তীরে ওঠেন। তবে এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন নববধূসহ দুজন।

চাঁদপুর নৌ-ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ মোসলেম মিয়াজী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। তবে নদীতে প্রবল স্রোত থাকায় রাতে অভিযান স্থগিত করা হয়। ১৪ আগস্ট বুধবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হয়।

নিখোঁজ ফাহিমার স্বজনরা জানান, এক মাস আগে মতলবের নাইম খানের সঙ্গে বিয়ে হয় ফাহিমার। তিনি বন্ধুদের নিয়ে সন্ধ্যার পর চাঁদপুর শহরের বড় স্টেশনঘাট এলাকা থেকে নৌকা নিয়ে নদীতে ঘুরতে যান। কিন্তু মেঘনার প্রবল ঘূর্ণি স্রোতে তাদের নৌকাটি ডুবে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়