প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা জজ আদালতের পিপি রণজিত রায়ের পদত্যাগ
স্বেচ্ছায় পদত্যাগ করেছেন চাঁদপুর জেলা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডঃ রণজিত কুমার রায় চৌধুরী। বুধবার (১৪ আগস্ট) তার স্বাক্ষরিত পদত্যাগপত্র জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুরের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সলিসিটর অনুবিভাগ বরাবরে প্রেরণ করেন।
অ্যাডঃ রণজিত কুমার রায় চৌধুরী দীর্ঘদিন চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছেন।
তারসহ জেলার অন্য আইন কর্মকর্তাদের (প্রসিকিউটরদের) পদত্যাগের বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই আদালত চত্বরে গুঞ্জন চলছিল। বুধবার তার পদত্যাগপত্র জমা দেওয়ার খবরটি আদালত চত্বরে ছড়িয়ে পড়ে।