শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চাঁদখাঁর বাজারে সড়ক দুর্ঘটনায় ৯ মাসের শিশু নিহত ॥ আহত ৫
হাছান খান মিসু ॥

চাঁদপুর সদর উপজেলার চাঁদখাঁর বাজারে সড়ক দুর্ঘটনায় ৯ মাসের শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ৫ জন। ৫ সেপ্টেম্বর রোববার সকাল ৬টায় এই দুর্ঘটনা হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।

নিহত ৯ মাসের শিশু সুমনা সদর উপজেলার খলিশাডুলি গ্রামের প্রধানিয়া বাড়ির মোঃ সুমনের মেয়ে। সে চাঁদপুর থেকে ঢাকায় নানার বাসায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে সকালে ওয়াপদাগেইট থেকে মা-বাবাসহ দুর্ঘটনা কবলিত বাসে উঠে বলে জানা যায়। এ দুর্ঘটনায় নিহত শিশুর বাবা মোঃ সুমন (৩৭) ও তার মা সাথী গুরুতর আহত অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নস্থ চাঁদখাঁর বাজার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় ও জেলা যুব উন্নয়ন অফিসের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা সংঘটিত হয়। জানা যায়, চাঁদপুর থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস সকাল ৬টায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দু অংশে ভাগ হয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে শিশু সুমনা ঘটনাস্থলেই মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ঘটনাস্থলে উপস্থিত ক’জন প্রত্যক্ষদর্শী বাস থেকে ১০ জনকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, এই ঘটনায় ৯ মাসের শিশু সুমনা মারা যায় ও তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও এই ঘটনায় মোঃ ইউনুছ (৪০), মাহাবুব (২৩), মিজান (৩৫), সুমন (৩৭), সাথী (৩৩) আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, সকালে চাঁদখাঁর বাজার এলাকায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস নামক বাসের দুর্ঘটনার খবর পাই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নিহত শিশু সুমনার মরদেহ তার পরিবারের তাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় কোনো মামলা দায়ের হয়নি বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়