শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ২০২১-এর ব্যাচ নিয়ে যাত্রা শুরুর প্রস্তুতি চলছে
এএইচএম আহসান উল্লাহ ॥

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। ২/১ দিনের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে যাবে। প্রশাসনিক অনুমতি মিলেছে। ডিসেম্বরের শেষদিকে এইচএসসি পরীক্ষা নেয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি যে প্রত্যাশার কথা জানিয়েছেন, এ পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরই ভর্তি কার্যক্রম শুরু হবে। অর্থাৎ ২০২১-এর ব্যাচ দিয়ে যাত্রা শুরু করবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর ভাইস চ্যান্সেলর ড. মোঃ নাছিম আখতার এটি নিশ্চিত করেছেন। আর বিশ্ববিদ্যালয়টি হতে যাচ্ছে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বর্তমান প্রস্তাবিত জায়গায়। বর্তমানে সাড়ে ৬২ একর জমির উপর গড়ে উঠছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পুরো ক্যাম্পাস, ছাত্রাবাস, প্রশাসনিক ভবন এবং ভিসির বাসভবন এই সাড়ে ৬২ একর জায়গাজুড়ে। পরবর্তীতে একশ’ একর জমিতে এটির বিস্তৃতি ঘটবে।

উপাচার্য ড. মোঃ নাছিম আখতার জানান, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর প্রশাসনিক অনুমতি আমরা পেয়ে গেছি। জমি অধিগ্রহণ ২/১ দিনের মধ্যে হয়ে যাবে। এখন বিশ্ববিদ্যালয় যেখানে হবে তার আশপাশেই (লক্ষ্মীপুর এলাকায়) ভবন ভাড়া নেয়া হবে। সেখানেই প্রশাসনিক কাজ এবং ভর্তির কার্যক্রম শুরু হবে। আর জমি অধিগ্রহণ হয়ে গেলে দ্রুততার সাথে কনস্ট্রাকশন কাজও শুরু হয়ে যাবে।

ভিসি আরো জানান, ২০২১-এর ব্যাচ দিয়েই আমরা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তিনি আরো পরিষ্কার করে বলেন, ২০২১-এর এপ্রিলে যে এইচএসসি পরীক্ষা হওয়ার ছিলো, করোনার কারণে যেটি হতে পারেনি, এই ব্যাচের পরীক্ষার ফলাফলের পরই আমরা ভর্তির কার্যক্রম শুরু করবো।

ভিসি জানান, তিনটি বিষয় নিয়ে প্রথম ব্যাচের যাত্রা শুরু হবে। বিষয় তিনটি হচ্ছে কম্পিউটার এন্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) এবং ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)। প্রত্যেক বিষয়ে ৩০ জন করে ৯০ জন প্রথম ব্যাচে ভর্তি হবে। ২০২২ সালে আরেক ব্যাচ ভর্তির বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

ভিসি ড. নাছিম আখতার বলেন, আমার মেয়াদকালে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দশটি বিষয়ের পাঠদান কার্যক্রম শুরু করে যেতে পারবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিলো। তাঁর এই প্রতিশ্রুতি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির ঐকান্তিক প্রচেষ্টায় বাস্তবায়ন হতে যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়