প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০০:০০
মতলবে ভয়েজ ফর জাস্টিজ এন্ড ডেভেলপমেন্টের খাবার বিতরণ
মতলব দক্ষিণে অরাজনৈতিক প্রতিষ্ঠান ভয়েজ ফর জাস্টিজ এন্ড ডেভেলপমেন্টের উদ্যোগে মতলব শহরে ট্রাফিকের দায়িত্ব পালনকারী ফায়ার সার্ভিস, বিএনসিসির সদস্য ও শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। গতকাল ১১আগস্ট দুপুরে মতলব সেতু, পানির ট্যাংকি, ম্যাক্সি স্ট্যান্ড, রিকশা স্ট্যান্ড এলাকায় প্রায় দেড় শতাধিক খাবার বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের উপদেষ্টা গোলাম সারওয়ার সেলিম, সভাপতি অধ্যাপক কামাল হোসেন, সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমেদ জাকিরসহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে এ খাবার বিতরণ করেন।