সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০

অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন

৭ দফা দাবি বাস্তবায়নে চাঁদপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি ॥
৭ দফা দাবি বাস্তবায়নে চাঁদপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের শপথ চত্বর এলাকায় আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন।

তিনি তার বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী সৃষ্ট পরিস্থিতিতে করণীয় এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভাবনা জাতির সামনে তুলে ধরেছেন এবং ৯ দফা প্রস্তাবনা দিয়েছেন। ইতোমধ্যে অন্তর্র্বতীকালীন সরকারে একজন আলেমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সরকার আলেম, নবীন-প্রবীণ ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের মাধ্যমে গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করি, গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের সাধারণ ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে কাজ করবে।

তিনি বলেন, স্বৈরশাসনের অবসান হয়েছে। এখন সময় দেশ গড়ার। এখন সময় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ নির্মাণের। ইতোমধ্যে ইসলামী আন্দোলনের কর্মীরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা সহ সংখ্যালঘুদের মন্দির ও বাড়িঘরে পাহারা বসিয়ে কাজ করছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ছাত্রদের পাশাপাশি আমরা কাজ করে যাচ্ছি। ইসলামী আন্দোলনের প্রত্যেকটি নেতা-কর্মী গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় জনমানুষের প্রয়োজনে কাজ করে যাচ্ছে।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সাথে গত ১৬ বছরে সংঘটিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। তদন্ত সাপেক্ষে আহত/নিহত পরিবারকে ক্ষতিপূরণসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে, তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব এই সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীরের পরিচালনায় গণ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী কেএম ইয়াসীন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, প্রচার দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার বেলাল হোসেন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইমরান হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ রাকিব হোসাইন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়