প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০
আন্দোলনে নিহতদের জন্যে বিভিন্ন মসজিদে দোয়া
স্টাফ রিপোর্টার ॥
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে চাঁদপুরের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্দেশে শুক্রবার জুমার নামাজের পরে মসজিদগুলোতে তাদের জন্যে দোয়া করা হয়। দোয়ায় অংশ নেন মসজিদে জুমার নামাজ পড়তে আসা মুসল্লিরা। এ সময় দেশ ও সর্বস্তরের মানুষের মঙ্গল কামনাও করা হয়।
চাঁদপুর শহরের পুরাণবাজার বড় মসজিদে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পেশ ইমাম ও মুফতি ইব্রাহিম খলিল মাদানী।