সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০০:০০

সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় মেজর মোয়াজ্জেম

সবাইকে একসাথে কাজ করে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে

প্রবীর চক্রবর্তী ॥
সবাইকে একসাথে কাজ করে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে

সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান পরিস্থিতিতে সারাদেশের ন্যায় এ উপজেলাতেও সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্যে সকলের সার্বিক সহযোগিতায় সম্মিলিতভাবে কাজ করা ও যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর মোয়াজ্জেম হোসেন।

তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খল কাজ, অরাজকতা সৃষ্টি যাতে কেউ করতে না পারে, সে ব্যাপারে সবাইকে একসাথে কাজ করে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় নেওয়া হবে।আপনাদের রাজনীতি হোক গণমানুষের জন্যে। ধর্মবর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, বর্তমানে দেশে একটি বিশেষ অবস্থা চলমান। এই অবস্থা থেকে উত্তরণের জন্যে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোথাও কেউ যেন ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে সমাজে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পেরে। আমাদের কাছে ইতোমধ্যেই বিভিন্ন স্থান থেকে তথ্য আসছে, অনেকেই দলীয় নাম ভাঙ্গিয়ে শান্তি শৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি করছেন। অপকর্মকারীদের কোনো দল বা রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। আপনারা দায়িত্বশীল হিসেবে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শিল্পপতি মোতাহার হোসেন পাটওয়ারী (সিআইপি), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মো. ইউনুছ, পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুছ হেলাল, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান দুলাল, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর কাউন্সিলর জাকির হোসেন গাজী, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা পরিবেশ সমিতির মো. আসাদুজ্জামান আরজুসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়