শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০০:০০

চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঁদপুরের বিশেষ পিপি নিয়োগ পেলেন অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন। গত ৩১ জুলাই বুধবার এ নিয়োগ প্রদান করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কামরুল হাসান।

চাঁদপুরে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুজনিত কারণে এই পদটি শূন্য হয়। তাই খবমধষ জবসবসনৎধহপবৎ, গধহঁধষ-১৯৬০-এর অধ্যাদেশ-২-এর ২৭ (১৭এ) বিধি এবং ফৌজদারী কার্যবিধির ১৮৯৮-এর ৪৯২ (২) মতে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুনকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঁদপুরের বিশেষ পিপি হিসেবে দায়িত্ব পালনের জন্য সাময়িকভাবে নিয়োগ প্রদান করেন জেলা ম্যাজিস্ট্রেট।

অ্যাডঃ আবদুল্লাহ আল মামুনের বাবা মরহুম অ্যাডঃ মোঃ ইয়াসিন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জিপির দায়িত্ব পালন করেছেন।

এক প্রতিক্রিয়ায় অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় সমাজকল্যাণমন্ত্রী আমাদের চাঁদপুরের মাটি ও মানুষের নেত্রী ডাঃ দীপু মনি এমপি আপাকে। আমার উপর দেয়া দায়িত্ব যেনো আমি সঠিকভাবে পালন করতে পারি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়