প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
এক মাসে চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পৃথক ৫টি অপমৃত্যুর মামলা হয়েছে। রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে একজন নারীসহ ৫ জন নিহত হয়।
এদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে, তাদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বাকি ৩ জনের পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে আঞ্জুমানের মাধ্যমে তাদের দাফন করা হয়েছে।
এ ব্যাপারে চাঁদপুর জিআরপি থানার ওসি মুরাদ উল্যা বাহার বলেন, আগস্ট মাসে ট্রেনে কাটা পড়ে ৫ জন মারা যায়। এদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়ায় ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বাকি ৩ জনের লাশ ময়নাতদন্ত শেষে আঞ্জুমানের মাধ্যমে দাফন করা হয়েছে। নিহতের ঘটনায় ইউডি মামলা হয়েছে।