শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুরে এক মাসে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু
সোহাঈদ খান জিয়া ॥

এক মাসে চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পৃথক ৫টি অপমৃত্যুর মামলা হয়েছে। রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে একজন নারীসহ ৫ জন নিহত হয়।

এদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে, তাদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বাকি ৩ জনের পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে আঞ্জুমানের মাধ্যমে তাদের দাফন করা হয়েছে।

এ ব্যাপারে চাঁদপুর জিআরপি থানার ওসি মুরাদ উল্যা বাহার বলেন, আগস্ট মাসে ট্রেনে কাটা পড়ে ৫ জন মারা যায়। এদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়ায় ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বাকি ৩ জনের লাশ ময়নাতদন্ত শেষে আঞ্জুমানের মাধ্যমে দাফন করা হয়েছে। নিহতের ঘটনায় ইউডি মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়