প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০০:০০
নারীদের স্বাবলম্বী করতে বিজয়ীর কাজ সত্যিই প্রশংসার দাবিদার
----ডাঃ জেআর ওয়াদুদ টিপু
চাঁদপুরে সরকার নিবন্ধিত প্রথম প্রশিক্ষণ বেইজড নারী সংগঠন ‘বিজয়ী’-এর উদ্যোগে একশ জন নারীকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিজয়ীর অভিভাবক বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ডাঃ জে আর ওয়াদুদ টিপু।
১০ জুলাই বুধবার দুপুরে সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবনের হল রুমে নারীদের স্বাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে চাঁদপুরের প্রথম সরকার নিবন্ধিত ট্রেনিং বেইজড নারী সংগঠন ‘বিজয়ী’ নারী উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষণ প্রদান করেন। বেসিক কোর্সটি প্রশিক্ষণ প্রদান করেন কামরুন নাহার মুন্নি, নাহার কামরুন আঁখি ও শ্রাবণী দাস।
বিজয়ী-এর উদ্যোগে ‘বিজয়ী তৈরিতে বিজয়ী’-এ স্লোগানে ফ্রি প্রশিক্ষণ কর্মশালাটি বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে পরিচালনা করেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান। উদ্বোধনী বক্তব্যে ডাঃ জে আর ওয়াদুদ টিপু বলেন, বিজয়ী যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসার দাবিদার এবং অবাক হই বিজয়ী একটার পর একটা প্রশিক্ষণ করছে, তার জন্যে যে ধরনের সংক্ষমতা দরকার তা বিজয়ীর আছে। নারীদের স্বাবলম্বী করতে বিজয়ীর সকল ভালো কাজে আমরা পাশে আছি, থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও উপদেষ্টা মুন্নি নাসির।
বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান মাননীয় সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, ডাঃ জে আর ওয়াদুদ টিপু, প্রশিক্ষক ও সকল সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, করোনার সময় ২০২০ সাল থেকে বিজয়ীর উদ্যোগে প্রথম অনলাইন বেইজড ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি। বিজয়ী থেকে তৈরি হয়েছে নতুন নতুন নারী উদ্যোক্তা। স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে নারীদের স্বাবলম্বী হওয়াটা সবচেয়ে বে¬ি¬শ জরুরি। সে লক্ষ্যে কাজ করছে বিজয়ী।
আসছে ডিসেম্বরে বিজয়ী অ্যাওয়ার্ড-২০২৪ প্রোগ্রাম সফল করতে সবার সহযোগিতা ও পরামর্শ চাই। আর এই ট্রেনিংগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন তাদের কাছে কৃতজ্ঞ। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিজয়ীর ভলান্টিয়ারবৃন্দ।