শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

সরকার হটাতে তৃণমূল থেকে দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
শরীফুল ইসলাম ॥

৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় আদর্শ শিশু নিকেতন স্কুল মাঠে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্ল্যা বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। তাঁর বক্তব্যে তিনি বলেন, পেশীবাদী সরকারকে হটাতে হলে তৃণমূল থেকে দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাংগঠনিক কোনো সমস্যা থাকলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে এবং দেশনায়ক তারেক রহমানকে দেশের মাটিতে আনতে হবে। তিনি আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীর রাজপথের আন্দোলনকে বেগবান করতে পারবে এমন নেতৃত্বকে/নেতাকে বিজয়ী করবেন।

হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা হাইমচর উপজেলার অনেক নেতা-কর্মী ১/১১ থেকে আজ পর্যন্ত অনেক নির্যাতন, জেল-জুলুমের শিকার হয়েছি। আমরা দেখেছি আমাদের পাশে সবসময় শেখ ফরিদ আহমেদ মানিককে। তিনি সব সময় বীরের বেশে আমাদেরকে তথা হাইমচর উপজেলা বিএনপিকে শক্তিশালী করেছে। আমরা আগামী দিনগুলোতে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে অবৈধ সরকারকে হটাতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, যুগ্ম আহ্বায়ক মোঃ মনির চৌধুরী, জসীম উদ্দিন খান বাবুল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল গাজী বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ওলামা দলের সভাপতি মাওঃ মোঃ জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ জাকির মৃধা, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল হোসেন।

সভায় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম মহিবুল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ কোতোয়াল, সরদার আবু তাহের, আব্দুল কুদ্দুস মেহনতি, আব্দুর রশিদ খান, ফজলুর রহমান আকাশ, মোঃ সোলাইমান মিয়া, মোঃ নজরুল ইসলাম কাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বোরহান উদ্দিন ঝুটন, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফয়সাল আহমেদ আখন, সদস্য সচিব মোঃ মিলাদ হোসেন মাঝি, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন বাচ্চু, ইসমাইল হোসেন গাজী, হাজী মোঃ জাহিদুল ইসলাম বিপ্লব, জয়নাল আবেদিন মাস্টার, হাজী ইয়াসিন রতন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার মাঝি, আক্তার হাওলাদার, নজির দেওয়ান, ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, হাইমচর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ তৃণমূলের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়