প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
হাজী কাউছ মিয়া গুরুতর অসুস্থ
এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হয়েছে সিঙ্গাপুর
বাংলাদেশের প্রবীণ ব্যবসায়ী ও শীর্ষ করদাতা, চাঁদপুরের কৃতী সন্তান হাজী মোঃ কাউছ মিয়া গুরুতর অসুস্থ। তাঁর শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে ঈদের তিনদিন পর গত রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাজী কাউছ মিয়ার সাথে থাকা তার ছোট দুসন্তান হাজী মানিক মিয়া ও মোস্তফা মিয়া সুমন জানান, এমনিতেই আব্বা বার্ধক্যজনিত রোগে ভুগছেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। প্রায় ৯৪ বছর বয়সী হাজী মোঃ কাউছ মিয়ার সুস্থতার জন্যে তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।