প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৮:৩৮
জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরাম অধিবেশনে সিলেটের প্রকল্প উপস্থাপন
মিশরের নতুন রাজধানী নিউ কায়রোতে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আরবান ফোরামে 'বিশ্বের প্রথম ভাসমান পানি বিশুদ্ধকরণ ও বিনামূল্যে বিতরণ’ শীর্ষক প্রকল্প উপস্থাপন করেছেন বাংলাদেশের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ)।
গত বুধবার ওয়ার্ল্ড আরবান ফোরামের (ডটঋ১২) ১২তম অধিবেশনে অংশগ্রহণকারী সংস্থাসমূহের বিশ্ব নেতৃবৃন্দের মাঝে সিলেটের গোয়াইন ঘাটের হাওড় অঞ্চলে নৌকায় স্থাপিত ‘বিশ্বের প্রথম ভাসমান পানি বিশুদ্ধকরণ ও বিনামূল্যে বিতরণ’ শীর্ষক প্রকল্প উপস্থাপন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
জাতিসংঘের উদ্যোগে নিউ কায়রোর মিশর আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই অধিবেশনে বাংলাদেশসহ বিশ্বের ১৮২টি দেশের বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রীয় পর্যায়ের প্রায় ৩৭ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
অধিবেশনে উপস্থিত বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সাথে পরিচিতির এক পর্যায়ে বরাবরের মতো বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘প্লিজ ওয়েলকাম টু বাংলাদেশ। উই ওইল শো ইউ এ বিউটিফুল বাংলাদেশ’।
২০০২ সালে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ওয়ার্ল্ড আরবান ফোরামের (ডটঋ) উদ্বোধনী অধিবেশনের পর বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলেও এই প্রথম বার আফ্রিকার আরেক দেশ মিশরে অনুষ্ঠিত হলো ১২তম অধিবেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক অ্যানা ক্লাউডিয়া, মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি, অর্থমন্ত্রী আহমেদ কাউচৌক, পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী রানিয়া আল-মাশাত, স্থানীয় উন্নয়ন মন্ত্রী মানাল আওয়াদ, আবাসন মন্ত্রী শেরিফ এল-শেরবিনি ও বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজসহ মিশরে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ।