শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ২০:০৭

প্রতি ১৪জনে একজন ডায়াবেটিস রোগী, এটা হয়তো অনেকেরই জানা নেই : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রতি ১৪জনে একজন ডায়াবেটিস রোগী, এটা হয়তো অনেকেরই জানা নেই : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং উপস্থিতির একাংশ
অনলাইন ডেস্ক

‘ডায়াবেটিস : সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে রোড শো, আলোচনা সভা ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে সচেতনতামূলক বর্ণাঢ্য রোড শো, ডায়াবেটিস মেলা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করানো ও চিকিৎসা সেবা প্রদান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও চাঁদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও চাঁদপুর ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রকিব, পিপিএম।

এছাড়া সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন‌ নাহার চৌধুরী, এমএ মাসুদ ভূঁইয়া, সুভাষ চন্দ্র রায়, ডাঃ এসএম সহিদ উল্লাহ, ডাঃ সৈয়দ নূরুল হুদা, সমিতির নির্বাহী কমিটির সদস্য তমাল কুমার ঘোষ।

আরো উপস্থিত ছিলেন আজীবন সদস্য অধ্যাপক মোশাররফ হোসেন, ডাঃ এসএম মোস্তাফিজুর রহমান, শেখ মনির হোসেন বাবুল, অ্যাডঃ রুহুল আমিন সরকার, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, মাহমুদা খানম, মো. হযরত আলী, ডা. মো. সাইফুল ইসলাম সোহেল, খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি ডা. ইফতেখারুল আলম, মফিজ উদ্দিন সরকার, রহিমা বেগম কল্পনা, শেখ মহিউদ্দিন রাসেল, গোপাল চন্দ্র সাহা, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সেবা প্রার্থীগণ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হাসপাতালের আইটি কর্মকর্তা উজ্জ্বল হোসাইন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইকবাল আজম।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, সারা বিশ্বেই ২০০৭ সাল থেকে এদিনটি বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ রোগটিতে প্রতি ১৪জনে একজন আক্রান্ত হচ্ছে, এটা অনেকেই জানেন না। আমরা একটা সময় দেখতাম রাত যখন ১০টা বাজতো, তখন সবাই আমরা ঘুমিয়ে যেতাম। কিন্তু এখন দীর্ঘ সময় ধরে রাত জেগে থাকি। রাত জেগে মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। এই রাত জেগে ঘুমিয়ে সকালে দেরিতে ঘুম থেকে ওঠার কারণে বর্তমানে এ ধরনের রোগীর পরিমাণ দিন দিন বেড়েই চলেছে।

এছাড়া তিনি বলেন, আমাদের চাঁদপুরে হাঁটার পর্যাপ্ত জায়গা নেই। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নিয়মিত হাঁটতে হয়।

জেলা প্রশাসক বলেন, আসুন সবাই মিলে আমরা ডায়াবেটিস বিষয়ে নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি। যাতে ডায়াবেটিস আমাদের শরীরে বাসা বাঁধতে না পারে।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ডায়াবেটিস দিবস উপলক্ষে আজকের এই রোড শো করার একটাই লক্ষ্য, সেটি হলো আমাদের সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আমরা যদি সবাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন হতে পারি, তাহলেই ডায়াবেটিস থেকে বাঁচতে পারি।

দিবসটি উদযাপন উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে ২০৬ জনকে ডায়াবেটিক পরীক্ষা করা হয়। হাসপাতালের বাইরে ৩৫৮ জনকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এদের মধ্যে নতুন শনাক্ত হয়েছে ৩৭ জন।

বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম (৮ম)। আগামী ৪ বছরে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশংকা করছেন বিশেষজ্ঞরা। সে হিসেবে দেশের চারটি অসংক্রামক রোগের মধ্যে অন্যতম এই ডায়াবেটিস রোগে আক্রান্তের সংখ্যা ২০২৫ সালে দেড় কোটি ছাড়াবে বলে আশংকা রয়েছে।

বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়