প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৯:৫৭
চাঁদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ক প্রকল্পের অবহিতকরণ সভা
বিদেশগামীদের অধিকার ও সুরক্ষায় সরকারি সেবাগুলো সঠিকভাবে অবহিত করতে হবে : জেলা প্রশাসক
চাঁদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ক
|আরো খবর
স্ট্রেংথেনড অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস্)-এর দ্বিতীয় পর্যায় প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৪ নভেম্বর) বেলা বারোটার সময় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে Strengthened and Informative Migration Systems (SIMS) Project, Phase-II-এর আওতায় জেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকার, সুশীল সমাজ, এনজিও এবং মিডিয়া প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। প্রধান অতিথি বলেন, দেশের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের খাত রেমিট্যান্স। এই রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার ও সুরক্ষায় সরকারি সেবাগুলো সম্পর্কে তাদেরকে সঠিকভাবে অবহিত করতে হবে। ভাষা ও কাজের ধারণা নিয়ে যাতে বিদেশ যায়, কেউ প্রতারিত না হয়। দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্যে পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।
পাশাপাশি অভিবাসী কর্মীদের পরিবারের সদস্যদের সহায়তায় সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান জেলা প্রশাসক।
তিনি আরো বলেন, আমরা সমাজে প্রচুর কথা বলি, কাজ করি কম । আবার অনেক সময় কথা বেশি বলি কাজও করি, কিন্তু অনেকেই সেই কথা শুনে না। সিমস্ গতানুগতিক ধারার বাইরে কাজ করতে চাচ্ছে। তবে কিছু কিছু বিষয়ে আরো নজর দেয়া উচিত। প্রবাসে যারা কাজ করতে চান তারা যেন নিজেদের কাজ নিজেরা করেন। অনেকে নিজের কাজগুলো অন্যকে দিয়ে করাতে চান, তখনই প্রতারণার খপ্পরে পড়েন। সরকারি সুযোগ সুবিধাগুলো কোথায় পাওয়া যায় সে বিষয়েও আপনারা প্রচারণা করতে পারেন।
জেলা প্রশাসক বলেন, সাধারণ নাগরিকরা অনেক সময় চিন্তা করে, বিদেশে পা দিতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তখন তারা নিজেরা হঠাৎ করেই একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, যেটা তার অনুকূলে হয় না। সে ব্যাপারেও তাকে বোঝাতে হবে। যাদের দক্ষতা থাকে না, তাদের দক্ষতা অর্জনের জন্যেও বোঝানো দরকার। কারণ দক্ষতা অর্জন ছাড়া সম্মানের কাজ অর্জন করা যায় না।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, হেলভেটাস বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর সাজ্জিদ আহমেদ, সিসিডিএ-এর সিমস্ (২য় পর্যায়) প্রজেক্টের কনসালটেন্ট খালিদ হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্টের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর লুৎফুর রহমান। অনুষ্ঠানের শুরুতে ডকুমেন্টারি উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার মো. ইকবাল হোসেন।
সভায় বিদেশ গমনকারীদের সঠিক ও হালনাগাদ তথ্য প্রস্তুতকরণ, বৈধভাবে বিদেশ গমনে সচেতনতা বৃদ্ধি, ফিরে আসা অভিবাসীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়ার বিষয়ে আলোচনা করেন বক্তারা।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত সিমস্ প্রকল্পটির প্রধান বাস্তবায়নকারী সংস্থা আন্তজার্তিক উন্নয়ন সংস্থা হেলভেটাস।
প্রসঙ্গত, শ্রম অভিবাসনে সুশাসন প্রতিষ্ঠায় সিসিডিএ ২০০৭ সাল থেকে নিরাপদ, নিয়মিত ও ধারাবাহিক শ্রম অভিবাসন নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় দাতা সংস্থা সুইচ ডেভেলপমেন্ট কোপারেশন এসডিজি এবং হেলভেটাস বাংলাদেশ-এর কারিগরি সহযোগিতায় সিসি ডিএ চাঁদপুর জেলার ছয়টি উপজেলার ত্রিশটি ইউনিয়নে তথ্যপূর্ণ মাইগ্রেশন সিস্টেম (সিমস্) ফেইজ-২ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।