শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ২১:১৭

চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম

বিশেষ প্রতিনিধি।।
চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  অধ্যাপক মো. আবুল কালাম
শাহরাস্তির চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষক কর্মচারীদের উপস্থিতিতে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করছেন অধ্যাপক মো. আবুল কালাম।

শাহরাস্তির ঐতিহ্যবাহী চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের কলেজ শাখার অধ্যক্ষ পদে অধ্যাপক মো. আবুল কালাম যোগদান করেছেন। মঙ্গলবার দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্যদের সিদ্ধান্ত মোতাবেক পরিচালনা পর্ষদ সদস্য নাজমীর হোসেন মজুমদার, মো. হুমায়ুন কবির, স্কুল শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজির আহমেদ এবং শিক্ষক-কর্মচারীদের উপস্থিতে তিনি এ দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি সংক্ষিপ্ত বক্তব্যে মহান দয়াময় আল্লাহর অশেষ রহমত ও কৃপা কামনা করেন। পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও বর্তমান দাতা সদস্য ইকবাল হোসেন ভূঁইয়া, পরিচালনা পর্ষদের বর্তমান এবং প্রাক্তন সদস্যদের প্রতি তিনি অশেষ কৃতজ্ঞতা জানান। তিনি তার দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়েছেন।

উল্লেখ্য, মো. আবুল কালাম ১৯৯০ সালের প্রথম দিকে লাকসামের নীলকান্ত কলেজে (বর্তমানে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ) রসায়নবিদ্যা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯২ সালে শাহরাস্তির সূচীপাড়া ডিগ্রি কলেজে একই পদে যোগদান করে ২০০২ সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে একই পদে থেকে ২০২৪ সালের ২১ জানুয়ারি অবসর গ্রহণ করেন। ওই সময়ে তিনি সূচীপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ বছর ২২ জানুয়ারি তিনি চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে একাডেমিক এডভাইজার হিসেবে যোগদান করেন এবং ১২ নভেম্বর মঙ্গলবার অধ্যক্ষ পদে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর স্ত্রী মনোয়ারা খানম সূচীপাড়া ডিগ্রি কলেজ থেকে এ বছরের ১ ফ্রেরুয়ারি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি ২ সন্তানের জনক। বড়ো ছেলে ডা. মোনতাসির কালাম নাবিল লাকসাম জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। ছোট ছেলে মো. মোবাশ্বির কালাম নাহিন হামদর্দ বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়