প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
সম্মিলিত ও প্রফেশনাল মুভমেন্ট চাঁদপুর শাখার ইফতার ও আলোচনা সভা
হিন্দুস্থানের উচিত অবৈধ সরকারকে সমর্থন না করা
---অ্যাডঃ সলিমউল্লাহ সেলিম
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও প্রফেশনাল মুভমেন্ট অব বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ৩ এপ্রিল ব্ধুবার বিকেলে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমউল্লাহ সেলিম।
তিনি বলেন, হিন্দুস্থান চায় না বাংলাদেশ স্বাধীন থাকুক। বিএনপি এটা মানে না। আওয়ামী লীগ মনে করে হিন্দুস্থান তাদের প্রভু, আর বিএনপি মনে করে হিন্দুস্থান আমাদের বন্ধু। দেশে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হতো তাহলে আওয়ামী লীগ কোনোভাবে ক্ষমতায় আসতে পারতো না। এটা জেনেই হিন্দুস্থান তাদের পক্ষ নিয়ে কাজ করেছে। এজন্যে হিন্দুস্থানের উচিত অবৈধ সরকারকে সমর্থন না করা।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও প্রফেশনাল মুভমেন্ট অব বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ গাজী।
ইফতার অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ কামাল উদ্দীন আহমেদ, বিএনপি নেতা কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, সংগঠনের সহ-সভাপতি বোরহান খান, সদস্য কাউছার আহমেদ ভূঁইয়া, সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু ও এমদাদুল হক মিলন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি ও পশ্চিম সকদী মাদানিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুকবুল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জয়নাল আবেদিন।
এ সময় সম্মিলিত পেশাজীবী পরিষদ ও প্রফেশনাল মুভমেন্ট চাঁদপুর জেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।