শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০

ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার ॥
ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

চাঁদপুরে পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ-১৪৩১ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বলেন, আমাদের তথা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে হবে। পহেলা বৈশাখের দিন সকাল ৯টায় হাসান আলী স্কুলের মাঠ থেকে র‌্যালি বের করা হবে। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের পেছনে ডাকাতিয়া নদীর পড়ে গিয়ে শেষ হবে। এরপর আলোচনা ও একই সাথে ব্যতিক্রমী গ্রামীণ খেলার আয়োজন করা হবে। পহেলা বৈশাখের আয়োজনে সকল সাংস্কৃতিক সংগঠনকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সকল সাংস্কৃতিক সংগঠন তাদের আলাদা কার্যক্রম নিয়ে অংশগ্রহণ করবে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী পহেলা বৈশাখের অনুষ্ঠানের সমাপনী হবে।

তিনি আরো বলেন, জাতীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে, এ বছর ইউনিয়ন পর্যায়ে পহেলা বৈশাখ উদযাপন করতে হবে। সকল প্রকার আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। বিসিক সম্পর্কে মানুষের জানা দরকার, তাই প্রেসক্লাবের বৈশাখী মেলায় বিসিককে স্টল নেয়ার আহ্বান জানানো হয়। সিভিল সার্জন ও সদর হাসপাতালের সমন্বয়ে মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে। আশা করছি চাঁদপুরবাসীকে সুন্দর একটি পহেলা বৈশাখ উপহার দিতে পারবো।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, স্বরলিপি নাট্যদলের সভাপতি সাংবাদিক এমআর ইসলাম বাবু প্রমুখ।

উপস্থিত ছিলেন চাঁদপুর এনএসআই’র উপ-পরিচালক মোহাম্মদ মানোয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়