প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম বিএসসি আর নেই
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম বিএসসি (৮০) আর নেই। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে তিনি তাঁর নিজ বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন ১১নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকার মুন্সি বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া...রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ওই বাড়ির মৃত মোঃ হাবিব উল্যাহ্ মুন্সির ছেলে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে মাঠে জানাজাশেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশীদসহ সঙ্গীয় ফোর্স।
এদিকে মোঃ নুরুল ইসলাম বিএসসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম, হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. মাহবুব-উল আলম লিপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক মুরাদসহ অন্যান্য জনপ্রতিনিধি।
এছাড়াও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিনসহ হাজীগঞ্জ প্রেসক্লাব, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মোঃ নুরুল ইসলাম বিএসসি মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন। তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, তৎকালীন বৃহত্তর হাজীগঞ্জ ( শাহরাস্তিসহ) উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ব্যক্তি জীবনে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এছাড়াও তিনি হাজীগঞ্জ রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করেন।