প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০০:০০
সুজিত রায় নন্দী দুদিনের সফরে আজ চাঁদপুর আসছেন
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতী সন্তান জননেতা সুজিত রায় নন্দী দুই দিনের সফরে আজ চাঁদপুর আসছেন। তিনি আজ ২ এপ্রিল সকাল ৯টায় নৌ-পথে রওয়ানা হয়ে বেলা সাড়ে ১২টায় চাঁদপুরে পৌঁছবেন।
বিকেল ৩টায় সিটি কলেজের আয়োজনে অন্ধ, প্রতিবন্ধী, এতিম, কমিউনিটি পুলিশিং সদস্য, সরকারি শিশু পরিবার, আঞ্জুমানে খাদেমুল ইনসানসহ দুঃস্থ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল উপস্থিত থাকবেন।
পরদিন ৩ এপ্রিল সকাল ১০টায় ফরাক্কবাদ ডিগ্রি কলেজের গান্ধী ভবনে বালিয়া ইউনিয়নবাসীর আয়োজনে মাদ্রাসা-এতিমখানা ও অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের শিক্ষানুরাগী দাতা সদস্য আমিনুল হক মজুমদার ও সঞ্চালক থাকবেন বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ হান্নান মিজি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তিনি দিনব্যাপী রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।