শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০০:০০

হাইমচরে ১২ জেলের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥
হাইমচরে ১২ জেলের কারাদণ্ড

হাইমচরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন করায় আটক ১৬ জেলের ১২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি ৪জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

৩১ মার্চ রোববার দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন : মোঃ ইউসুফ প্রধান (৩৫), আব্দুল কাদর (২০), বিল্লাল হোসেন (৪০), আঃ কাদের (৩০), ইব্রাহীম (২০), মোঃ জিলানী (৩০), মোঃ শাহাদাত হোসেন (৩২), মোঃ কবির মিয়া (২৪), মোঃ জিলানী (২৮), মুন্না হোসেন (১৮), আনোয়ার হোসেন (১৯) এবং আবুল কালাম (৩০)। এসব জেলের বাড়ি মুন্সীগঞ্জ ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।

অভিযানে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ। তিনি বলেন, রোববার ভোর ৫টা হতে বেলা ১১টা পর্যন্ত হাইমচর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরার অবস্থায় এসব জেলে আটক করা হয়। একই সময়ে জেলেদের হেফাজতে থাকা ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল কোস্টগার্ড হাইমচর আউট পোস্টে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে ফেলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়