প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০০:০০
চাঁদপুরে আন্দোলনে নিহতদের পরিবার পেলো বিএনপির ঈদ উপহার
চাঁদপুরে বিএনপির ডাকে বিভিন্ন আন্দোলন-কর্মসূচিতে গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী লিমন ছৈয়াল ও আরজু ঢালীর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
১ এপ্রিল সোমবার দুপুরে চাঁদপুর শহরের নতুন বাজার ও পুরাণবাজারে নিহত নেতা-কর্মীদের বাড়িতে তাদের পরিবারের কাছে এই ঈদ উপহার পৌঁছে দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক এম জেড আই জহির ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গণি মোস্তফা।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, মোহাম্মদ শামছুল আলম সূর্য, ইউসুফ আলী, সামছুল আরেফিনসহ জেলার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ, গুম ও পঙ্গুত্বের শিকার ব্যক্তিবর্গের পরিবারের মাঝে দলের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবারে’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।