প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
শরীরে স্কচটেপে বাঁধা ২ কেজি গাঁজাসহ আটক ২
অভিনব কায়দায় পেটের ওপর স্কচটেপে বাঁধা দুই কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
৩১ মার্চ রোববার সকালে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া ব্রীজের উপর থেকে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃতরা হলো : আবদুর রহিম (৪০) ও মোঃ তাহের মিয়া (৩৮)। তারা সিলেট থেকে শরীরে গাঁজা বহন করে অন্যত্র পাচারের জন্যে নিয়ে যাচ্ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম।
গ্রেফতারকৃত আব্দুর রহিম হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার আব্দুর রহমানের ছেলে ও তাহের মিয়া একই জেলার সানু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মহামায়া ব্রীজের ওপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওহিদসহ পুলিশ সদস্যরা।
সিলেট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রিবাহী বাস থেকে ওই স্থানে নামেন মাদক বিক্রেতা রহিম ও তাহের মিয়া। পরে তাদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় উভয়ের পেটের ওপর স্কচটেপ দিয়ে লাগানো ১ কেজি করে মোট দুই কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম বলেন, মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।