বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০০:০০

বাকিলা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন

কামরুজ্জামান টুটুল ॥
বাকিলা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন

হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বাকিলা উচ্চ বিদ্যালয়ে স্বচ্ছভাবে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। ৩০ মার্চ শনিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নৃ-গোষ্ঠীর জীবন মানোন্নয়ন বিষয়ক প্রকল্পের (ডিএলএস) পরিচালক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ড. অসীম কুমার দাস।

অফিস সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে ২৩ জন আবেদন করেন। এর মধ্যে শনিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ১৯জন অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০ জনকে মৌখিক পরীক্ষার জন্যে ডাকা হয়। এর মধ্যে পরীক্ষায় প্রথম ও সহকারী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন চন্দ্র সাহা।

নিয়োগ বোর্ডে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন, ডিজির প্রতিনিধি চাঁদপুর হাসান আলী সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ড. অসীম কুমার দাস ও প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ হোসেন মোল্লা লিটন, বেলায়েত হোসেন দুলাল, সমীর বর্ধন, মোঃ জামাল উদ্দিন গাজী ও তাহেরা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়