প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া
ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ শনিবার প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডঃ মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল খালেক প্রমুখ। প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর পালোয়ান, আকবর হোসেন মনির প্রমুখ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রেসক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজের দর্পণ হলো গণমাধ্যম। সেই গণমাধ্যমকর্র্মীদের নিজেদের ঠিকানা হলো প্রেসক্লাব। ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ প্রেসক্লাব ধারাবাহিকভাবেই ইফতার অনুষ্ঠানে সকল দলের মানুষদের এক কাতারে নিয়ে আসেন। একই সাথে প্রেসক্লাবের সদস্য তথা সংবাদকর্র্মীরাও ভালো ও মানসম্পন্ন রিপোর্ট করেন। আমরা এর ধারাবাহিকতা অব্যাহত দেখতে চাই।