প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০০:০০
নিখোঁজ
আমার ছেলে অন্তু দাস প্রকাশ অনুপম দাস (১৩) পিতা চৈতন্য দাস, মাতা অলকা রাণী, গ্রাম : মেহরান দালাল বাড়ি, মতলব দক্ষিণ, চাঁদপুর। গত ২০ /০৩/২০২৪ খ্রিঃ হাজীগঞ্জের বলাখালে তার মাসির বাড়ি নদী দাস বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে আর ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খুঁজে তাকে পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে কালো রংয়ের জিন্স প্যান্ট ও গায়ে হলুদ রঙের শার্ট ছিলো। তার উচ্চতা ৫ ফুট, গায়ের রং কালো, মুখমণ্ডল গোলাকার। তার ডান উরুতে কাটা দাগ আছে। কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটার সন্ধান পেয়ে থাকলে নিচের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্যে অনুরোধ করা গেলো। এ ব্যাপারে অন্তু দাসের মা অলকা রাণী হাজীগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন। যার নং ১৫৩৫। তাং ২৬/৩/২৪ খ্রিঃ। মোবাইল নম্বর : ০১৮৮৫২৫১২১০ -অলকা রাণী।
জিডি-২২০/২৪