প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০০:০০
বাবুরহাটে বোগদাদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
বাবুরহাট বিসিক শিল্প নগরী সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে কুমিল্লা থেকে চাঁদপুর আসার পথে বোগদাদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীদের মধ্যে যারা ছিলেন তারা প্রাথমিক চিকিৎসার পরে সবাই বাড়িতে চলে যান। ঘটনার পর ড্রাইভার তাৎক্ষণিক পালিয়ে যান।
দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বিদ্যুতের খুঁটিটি ভেঙ্গে যায়। ফলে চাঁদখাঁর বাজারসহ আশপাশের এলাকা কয়েক ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে।
দুর্ঘটনার পর চাঁদপুর মডেল থানার এসআই শাহজাহান ঘটনাস্থলে উপস্থিত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখেন।