প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০০:০০
জেলা পুলিশের কিট প্যারেড
চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ শনিবার পুলিশ লাইন্স মাঠে কিট প্যারেড পরিদর্শন করেন সুদীপ্ত রায় (অতিরিক্ত পুলিশ সুপার-প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)। অভিবাদন গ্রহণ শেষে প্যারেডে উপস্থিত সকলের সরকারি ইউনিফর্ম, বেল্ট, বুটসহ আনুষঙ্গিক সরকারি কিট সামগ্রী পরিদর্শন করে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি চাঁদপুর জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুল অনুসরণপূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
কিট প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন মোঃ মোস্তাফিজুর রহমান, আরআই (ভারপ্রাপ্ত), পুলিশ লাইন্স, চাঁদপুর।
এ সময় শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার), চাঁদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।