প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে খালের পানিতে অপরিণত মানব ভ্রূণ
খালের পানিতে ভেসে থাকা অপরিণত এক মানব ভ্রূণ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। ৩০ মার্চ শনিবার সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের পানিতে আনুমানিক ৫/৬ মাস বয়সি মানব ভ্রূণ ভাসতে দেখে স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ ভ্রূণটিকে উদ্ধার করে। ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে আমরা মানব ভ্রূণটি উদ্ধার করি। পরে সুরতহাল শেষে পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর প্রেরণ করি। উল্লেখ্য, ভ্রূণ উদ্ধারের ঘটনাস্থলের আশপাশে সরকারি হাসপাতালসহ বেশ কয়েকটি ক্লিনিক রয়েছে।