শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০০:০০

জুয়া খেলা অবস্থায় সাবেক কাউন্সিলর ও ইউপি সদস্যসহ আটক ৫

ফরিদগঞ্জ প্রতিনিধি ॥
জুয়া খেলা অবস্থায় সাবেক কাউন্সিলর ও ইউপি সদস্যসহ আটক ৫

ফরিদগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্যসহ জুয়া খেলারত অবস্থায় ৫জনকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। ২৯ মার্চ দিবাগত রাত প্রায় ১১টার দিকে তাদের আটক করেন ফরিদগঞ্জ থানার এসআই রুবেল ফরাজী ও এসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

জানা যায়, দক্ষিণ কড়ৈতলী আনন্দবাজারের নিকট থেকে জুয়া খেলা অবস্থায় এই ৫ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলী হায়দার উজ্জ্বল পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সায়েম, ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর এলকার যুবলীগ নেতা রিয়াদ হোসেন, দক্ষিণ কড়ৈতলীর আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম ও ফরিদ রাঢ়ী।

স্থানীয় সাধারণ মানুষ বলেন, দিন দিন আমাদের এলাকায় নেশাগ্রস্ত ব্যক্তি ও জুয়া খেলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে করে আমাদের স্ত্রী, ছেলে সন্তানরা আতঙ্কে থাকে। দিনে রাতে চলাচলেও ভয় পায়। এরা এলাকাটা নষ্ট করে ফেলছে। সাধারণ মানুষ সমস্যায় পড়লে ইউপি সদস্য ও কাউন্সিলরের কাছে যেতো, আর তারাই এখন জুয়ার মতো অপরাধের সাথে জড়িত। এটা খুবই দুঃখজনক ও লজ্জাজনক।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাঈদুল ইসলাম বলেন, এ অভিযান আমাদের নিয়মিত অভিযানের মধ্যে একটি। অভিযান চলাকালে এ সকল অপরাধের সাথে যে কোনো মানুষ যুক্ত থাকলেই তাকে আমরা আইনের আওতায় আনবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়