প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০০:০০
মতলব উত্তরে সিঁধেল চুরির মামলার ২ আসামী গ্রেফতার
৩০ মার্চ মতলব উত্তর থানার পুলিশ সিঁধেল চুরির মামলার ২জন সন্দিগ্ধ আসামীকে গ্রেফতার করেছে। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার)-এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী এবং সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীরের সার্বক্ষণিক তদারকিতে মতলব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের তত্ত্বাবধানে এসআই মোঃ মিজানুর রহমান-১ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে এফআইআর নং-৩২, তারিখণ্ড২৯/০৩/২০২৪ ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-এ আসামী মোঃ সালাউদ্দিন (৩২) (পিতা মোঃ হারুন অর রশিদ, সাং-তফাদার পাড়া) ও মোঃ রাসেল (২৮) (পিতা মোঃ জিন্নাহ বেপারী, সাং-শাখাড়ীপাড়া, উভয় থানা- মতলব উত্তর, জেলা-চাঁদপুর)কে তাদের হেফাজতে থাকা চুরি হওয়া মনিটর, সিপিউ, মাউস উদ্ধার পূর্বক গ্রেফতার করেন।
উক্ত মামলার ঘটনার সাথে জড়িত গ্রেফতারকৃত আসামীদ্বয় গত ২০ মার্চ বিকেল অনুমান ৩টা থেকে ২১ মার্চ সকাল অনুমান ১০টার মধ্যে যে কোনো সময় অত্র থানাধীন ১২নং ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের ২য় তলার ডিজিটাল কম্পিউটার সেন্টার অফিস কক্ষের তালা ভেঙ্গে চুরি করে। চুরি করার বিষয়ে ফৌঃ কাঃ বিঃ আইনে ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।