প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০০:০০
জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার উদ্যোগ
ঐতিহাসিক বদর দিবসে আলোচনা
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার উদ্যোগে ওয়্যারলেস বড় গাজী বাড়ি বাইতুল মামুর জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর গাজীসহ সংগঠনের শহর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, পবিত্র রমজান মাসে সবাই রমজানের পবিত্রতার প্রতি সজাগ দৃষ্টি রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন। যেনো সমাজের পাশাপাশি দিনের খেদমত করতে পারি।
অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন সংগঠনের শহর শাখার সভাপতি ও বাইতুল মামুর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মোঃ জিয়াউদ্দিন খন্দকার।